ভয়েস অফ মেহেরপুরঃ
গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা (অভিভাবক)। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা জয় লাভ হওয়ার প্রচেষ্টায় নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা চালায়।
নির্বাচনে অভিভাবক সদস্যের ৫টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর প্যানেল মো.আশরাফুল ইসলাম ৪৪৫ ভোট, মো.ইকবাল হোসেন ৪৬৩ ভোট, মো. মোস্তাফিজুর রহমান (বিপ্লব) ৪৪৭ ভোট,মোঃ. হাতেম আলী ৪৩৩ ভোট, মোছা. শিরিনা খাতুন ৪২৩ ভোট পেয়ে ৫ জন বিজয়ী হয়েছেন।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুল বাশার নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান জানান, এই নির্বাচনে ৮৫১ জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। তার মধ্যে ৬৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সকাল থেকেই ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন ছিল।