কাতারে বিদ্যুত ষ্পৃষ্টে গাংনীর তুষারের মৃত্যু

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

কাতারে বিদ্যুত ষ্পৃষ্টে গাংনীর তুষারের মৃত্যু

হিরক খান, মেহেরপুরঃ
কাতারে নির্মাণাধীন বিল্ডিংয়ের টাইলস এর কাজ করার সময় বিদ্যুত ষ্পৃষ্ট হয়ে তুষার ইমরান নামের এক রেমিটেন্স যােদ্ধার মৃত্যু হয়েছে। নিহত তুষার মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের ঢেপা গ্রামের শুকুর আলীর ছেলে।

গত শনিবার (১৬ জুলাই) কাতারে বাংলাদেশ সময় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

তুষারের পারিবারিক সূত্র জানায়,গত ৫ বছর পূর্বে তুষার কর্মের সুবাদে কাতারে যায়। তুষারের বন্ধুরা জানায়, বিল্ডিং এর টাইলস কাটার সময় শনিবার বিদ্যুৎ ষ্পৃষ্ঠ হয়ে মারাত্মক আহত হয় তুষার। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share This Article