গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীর বেতবাড়ীয়া বাজারে যুবদল নেতা সুজন আলীকে (৩৫) পিটিয়ে আহত করেছে। শনিবার(০৩-সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সুজন আলী বেতবাড়িয়া গ্রামের ঘাটপাড়ার আব্দুর সালামের ছেলে। তিনি কাজিপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।
১ সেপ্টেম্বর গাংনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করায় রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার বলে জানান আহত সুজন।
আহত সুজন আলী জানান, গত বৃহস্পতিবার (০১-সেপ্টেম্বর) গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করি। শনিবার সন্ধ্যায় বেতবাড়ীয়া বাজারে গেলে বেতবাড়ীয়া গ্রামের নজির বাঙ্গালের ছেলে কামরুল (৪০) ও রহিম মোল্লার ছেলে মিলন (৩৫) তাকে বিএনপির কর্মসুচীতে অংশ নেওয়ার বিষয়ে তৈফিয়ত তলব করে। এক পর্যায়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে কামরুল ও মিলন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী হাসপাতালে প্রেরণ করে। সুজনের শরীরের বিভিন্নস্থানে আঘাতে ফুলে গেছে। লাঠির গুরুতর আঘাত রয়েছে বলে জানান চিকিৎসক।
এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাংনী উপজেলা যুবদল আহবায়ক চপল বিশ্বাসসহ যুবদল নেতুবৃন্দ।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে কেউ পুলিশে অবহিত করেনি।