মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের আড়পাড়া গ্রামে সেলিনা খাতুন (৩৫) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। ২ সন্তানের জননী সেলিনা আড়পাড়া গ্রামের মাফিজুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার ভােররাতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সেলিনা মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সেলিনার স্বামী মাফিজুল বেশ বছর যাবত প্রবাস থেকে তার কাছে টাকা পাঠাতেন। গত ১ সপ্তাহ পূর্বে প্রবাস থেকে বাড়ি ফিরে মাফিজুল স্ত্রীর কাছে পাঠানাে টাকার হিসাব চাই। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে সেলিনা স্বামীর উপর অভিমানে আগাছা দমন নাশক বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে কুষ্টিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১সপ্তাহ চিকিৎসা দেয়ার পর সেলিনাকে বাড়িতে নেয়া হয়েছিল । সােমবার রাতে আবারাে সে অসুস্থ হলে,রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার ভােররাতে মারা যান।