গাংনীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুরঃ

গাংনীতে স্ত্রীর পরকীয়া সইতে না পেরে আত্মহত্যা করেছে মেহেরপুরে গাংনীর রফিকুল ইসলাম (৪২)।

শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতের কোনো এ সময় শোবার ঘরের ফ্যান হুকের সাথে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রফিকুল ইসলাম গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের বিলপাড়ার ইদু বক্স মালিথার ছেলে।


মৃতের স্বজন ডালিম জানায়, প্রায় ২০ বছর প্রবাস জীবন শেষে ৩ বছর আগে দেশে ফিরে আসে রফিকুল। স্বামী প্রবাসে থাকার সুবাদে ভাসুর মৃত বজলুর রহমানের ছেলে আশিক ওরফে সুমনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে তার স্ত্রী উম্মে সালমা। ইতোমধ্যে চাচা দেশে ফেরার পরেই এসব নিয়ে ঝামেলার এক পর্যায়ে আশিক দুবাই চলে যায়। প্রেমিক দেশের বাহিরে চলে গেলে আরও সমস্যা তৈরি হয়। এই পরকীয়ার কারনেই পারিবারিক কলহ বাড়তেই থাকে এক পর্যায়ে রাগ করে স্ত্রী সালমা মায়ের বাড়ি চলে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে ব্যার্থ হলে নিজেই গিয়ে বুঝিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। তবে পরকীয়ার বিষয় নিয়ে আবারও কথা কাটাকাটির এক পর্যায়ে রফিকুল নিজ শোবার রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আত্মহত্যার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article