গাংনীতে চুরির ঘটনা সন্দেহভাজন ৫ জন আটক

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

মেহেরপুরের গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে দুই বাড়িতে চুরির ঘটনায় চাের সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হরেন-গাংনী পৌর এলাকার পূর্ব মালশাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১), গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের হারুন-অর রশীদের ছেলে রবিউল ইসলাম (২১), পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯) একই গ্রামের মামুন হােসেনের ছেলে জনি মিয়া (৩০) ও ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশিদুল ইসলাম (২১)।

বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানা পুলিশের কয়েকটিদল পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। আটককৃত এসব আসামীদের নামে এর আগেও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায় । গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করা হয়। আটককৃতদের শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর আদালতে নেয়া হয়েছে। সেই সাথে আটককৃতদের রিমান্ডের আবেদনও করা হয়েছে। উল্লেখ্য, গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুইটি বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার,৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে চােরেরা।

বৃহস্পতিবার দিন-দুপুরে চৌগাছা গ্রামের তাইজুল হকের মেয়ে রােজিফা খাতুন ও রােজিফার ছােট ভাই গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহ গাংনী থানা পুলিশ ৫জনকে আটক করে।

Share This Article