গাংনীতে জমি জমা সংক্রান্তে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬।
গাংনী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)২২ ইং মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন অন্তর্গত কল্যানপুর গ্রামে আজ বেলা ১২ঃ৩০ মিনিটের দিকে জমি জমা সংক্রান্তের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে যানা যায়, কল্যানপুর গ্রামের মৃতঃহারু মন্ডলের ও মৃতঃ দেওয়ান মন্ডলের ছেলেরা এই সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। রক্তক্ষয়ী এই সংঘর্ষে হারু মন্ডলের ৩ ছেলে ও দেওয়ান মন্ডলের ৩ ছেলে মারাত্মক জখম হয়। আহত হলো হারু মন্ডলের ছেলে মোঃ হান্নান(৬০) মোঃ বিল্লাল(৫০) মোঃ এনামুল(৪৫) এবং মোঃদেয়ান মন্ডলের ছেলে মোঃওমর(৫৫) জামাল(৪০) এবং কলিমউদ্দিনের ছেলে মোঃ মোসারেফ(৭০) সাবু(৪৫) এই ঘটনায় এনামুলের বেড়া দেওয়ার জন্য কাজে আশা মহন নামে একজন আহত হয়। বর্তমানে আহত সবাই গাংনী উপজেলা হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শি নাজমুল হক জানান, এনামুলের লোক জন জমিতে বেড়া দিছে এমন সময় ওমরের লোকজন এসে বেড়া দিতে নিষেধ করায় মারামারির ঘঠনা ঘটে।
ঘটনা দেখা মোঃহেলাল জানান জমি টা শরিকানা জমি না হারু,দেয়ান,কলিমউদ্দিন তিন জন মিলে জমিটা ক্ষয় করেছিলো পরে ভাগবাটোয়ারা করে এনামুল কে দিয়ে দেয়।বর্তমানে জমি টা এনামুলের দখলে আছে। এনামুলের বোন বলেন এই জমি নিয়ে কোর্টে মামলা চলমান আছে।
৬ নং ওয়ার্ড মেম্বার কাউসারের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাই।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,মারামারি ঘটনা শুনেছি ঘঠস্থানে পুলিশ পাঠানো হয়েছে।