ভয়েস অফ মেহেরপুর মেহেরপুরঃ
মেহেরপুরের গাংনী উপজেলা তেরাইল গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টার দিক এ ঘটনাটি ঘটে। আরিয়ান গাংনী উপজেলার তেরাইল গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে আরিয়ান নিখোঁজ হয়। বাড়ির লোকজন প্রতিবেশিদের বাড়িতে খোঁজ করেও না পেয়ে বাড়ির সামনে পুকুরের আশে পাশে খুঁজতে থাকে। হঠাৎ আরিয়ানকে ভাসমান অবস্থায় দেখতে পায় পাড়া-প্রতিবেশীরা। পরে আরিয়ানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
