গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

voice of meherpur:

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে পানিতে ডুবে সারাফ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু সারাফ ভাটপাড়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

আজ শনিবার দুপুর ১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানি থেকে শিশু সারাফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার সকালে শিশু সারাফ খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি পুকুরের ভাসতে দেখে পথচারীরা। এ সময় স্থানীয়রা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, শিশু সারাফ পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পুকুরে পড়ে গিয়ে মারা গেছে।

Share This Article