গাংনীতে বাসে মিললো ৫ কেজি গাঁজা ১ জন আটক

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুর

গাংনীর বামন্দী নামক স্থানে যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ মহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যা ব। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়াগামী একটি বাসে এ অভিযান চালায় র‍্যাব ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি দল।
আটক মহিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বরকত আলীর ছেলে।
র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এসপি এনামুল হক জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে বাসে কুষ্টিয়ার দিকে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় বাসের যাত্রী মহিদুল ইসলামকে ৫ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় র‍্যাবের অভিযান দলের সদস্যরা।
মহিদুল ইসলামের নামে মামলাসহ গাংনী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানান র্যা ব কমান্ডার।

Share This Article