voice of meherpur:
জেলা প্রতিনিধি : মেহেরপুর গাংনী উপজেলায় ২১ শে ফেব্রুয়ারী ২০২৩ পালন করেছেন আইন সহায়তায় কেন্দ্র ফাউন্ডেশন এবং জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী শাখার সকল সদস্য।
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থা এর পক্ষ থেকে সকল ভাষা শহীদ স্মরণে গাংনী উপজেলা শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করেন।এবং এই বিশেষ দিন সম্পর্কে আজ সকাল ৯:৩০ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন হারুন অর রশীদ। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম পথিক – সভাপতি , আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এবং মো : আনোয়ার হোসেন – সভাপতি ,
জাতীয় সাংবাদিক সংস্থা ও সাধারন সম্পাদক , আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ,গাংনী উপজেলা শাখা । আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম – সাধারণ সম্পাদক, (জাতীয় সাংবাদিক সংস্থা) । মানবাধিকার বিষয়ক সম্পাদক (আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন)।
মোয়াজ্জেম হোসেন, সুজন, টিপু সহ আরো সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।