গাংনীতে মালিক বিহীন বিদেশী পিস্তল উদ্ধার

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

voice of meherpur:

গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তের বিওপির খাসমহল এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের সদস্যরা ।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে তেঁতুলবাড়ীয়া বিওপির খাসমহল মাঠ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক শুক্রবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিন মাধ্যমে পিস্তল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তেঁতুলবাড়ীয়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত পিলার ১৩৭/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ আজাদ মোল্লা এর নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল উদ্ধার করেন। যার সিজার মূল্য এক লাখ টাকা। উদ্ধারকৃত পিস্তলটি গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Share This Article