স্ট্যাফ রিপোর্টারঃ
বোমা সাদৃশ্য দুটি বস্তু দেখে এলাকায় তৈরী আতংক। অবশেষে গাংনী থানা পুলিশে খবর দেন এলাকাবাসি। গাংনী থানা পুলিশ বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে নিয়ে আনেন থানায়। পরে বস্তু দুটি চেক করতে গিয়ে দেখেন সেখানে কিছুই নেই। উদ্ধারকৃত বস্তু দুটি লাল কসটেপ মোড়ানো জর্দার কৌটা।
এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য ২টি বস্তু উদ্ধার করেন গাংনী থানা পুলিশ।
গাংনী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাল কস্টেপ মোড়ানো বস্তু দু’টি উদ্ধার করে থানায় নেন।
এসআই সাইদুর রহমান বলেন, থানায় এনে বস্তুু দুটি চেক করা হয়। দেখা যায় কৌটা দুটি লাল কসটেপ মুড়িয়ে সেখানে রাখা হয়েছিল।
তিনি বলেন, এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতংক তৈরী করার জন্য কিছু দু:স্কৃতিকারী এই বস্তু দুটি রেখেছিল।
