voice of meherpur:
মেহেরপুর জেলা গাংনী উপজেলার গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান মঞ্জুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সাপেক্ষে আদালতে প্রেরণ করা হয়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মনিরুজ্জামান মঞ্জু হেরোইন কারবারী। সে হেরোইন বিক্রির জন্য তার বাড়ির সন্নিকটে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় পাঁচ গ্রাম হেরোইন।
মেহেরপুর গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ মনিরুজ্জামান ওরফে মুঞ্জু (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে তার নিজ বাড়ি গাংনী শহরস্থ মুচিপাড়া মোড় থেকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম আবুল কাশেম।