গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক-১
নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ সাগর এলাইজ আরজু (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
আটককৃত আরজুু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পশ্চিমপাড়ার মকছেদ আলীর ছেলে বলে জানা গেছে।
রবিবার (১৭ জুলাই), রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলার ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিলসহ আরজুকে আটক করতে সক্ষম হয়।
ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান জানান, মোটরসাইকেলযোগে ক্যাম্পের সামনে দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আরজুকে আটকের সময় তার গাড়ির গতিরোধ করতে মোটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।
আটককৃত আরজু’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।