গাংনীর ছেলে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনীর ছেলে সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত।

শনিবার (১৩ ই আগষ্ট) ২০২২ ইং মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আবুল কালাম আজাদ (৪০) সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে

তার পরিবার সুএে যানা যায় আজাদ গত কাল (শুক্রবার)ছুটির দিন থাকায় জুম্মার নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন এমন সময় আজাদ রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে একটা প্রাইভেট কার এসে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আজাদের লাশ বর্তমানে সৌদি হাসপাতালে হিম ঘরে রাখা আছে। আজাদের পরিবার জানান, সেখানে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছে সৌদি আইন অনুযায়ী লাশ দেশে পাঠানো হবে তবে কিছুদিন সময় লাগবে।
আবুল কালাম আজাদ বেতবাড়ীয়া গ্রামের মোঃ আলেক হোসেনের ছেলে। আজাদ গত ৭ দিন হলো সহড়াতলা আকবার হোসেনের মেয়ের সাথে মোবাইলের মাধ্যমে বিবাহ করে
বর্তমানে তার পরিবারে চলছে শোকের মাতম।

Share This Article