গাংনীর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

 

স্টাফ রিপোটারঃমেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। রোববার রাত সাড়ে ৮ টার দিকে তেঁতুলবাড়ী হাজিপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সবুজ মিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের আলী আকবর হোসেন এর ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ
তেঁতুলবাড়ী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৮/১-এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী হাজিপাড়া বাজার নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগওয়ান গ্রামের সবুজ মিয়া (৩৫) নামে এক যুবককে ভারতীয় ০৪ কেজি গাঁজা এবং ০১টি রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেল (১০০
সিসি হিরো এইচএফ ডিলাক্স) আটক করেন। আটকৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।

আটককৃত সবুজ মিয়া’র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

Share This Article