গাংনীতে অজ্ঞান পাটির খপ্পরে গরু ব্যাবসায়ী অচেতন
মেহেরপুর জেলার গাংনী উপজেলায় গরু ব্যাবসায়ী অচেতন অবস্থায় আলহামদু নামের এক ব্যাক্তিকে উদ্ধার করেছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ছাতিয়ান বাসস্ট্যান্ড থেকে গাংনী শিশির পাড়ার মিকাইলের ছেলে আলহামদু কে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। আলহামদুর জামাই আবু সাইদ টোকন জানান, আমার শশুর দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে ১ লক্ষ টাকা নিয়ে গাংনী হাসপাতাল বাজার থেকে বাস যোগে বামুন্দী বাজারে গরু কিনতে যাচ্ছিলো, গাড়ির ভিতর আমার শশুরকে অজ্ঞান পাটির লোকেরা তাকে কিছু খাওয়াছে আমার মনে হয়, সে আর হাটে যেতে পারে নাই, পরে আমি খবর পেয়ে জানতে পারলাম আমার শশুর ছাতিয়ান বাসস্ট্যান্ডে পড়ে আছে। স্হানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার মুবাশ শিরিন প্রাথমিক চিকিৎসা প্রদান করে গাংনী হাসপাতালে ভর্তি রাখেন।