সুজন,স্টাফ রিপোর্টার
মেহেরপুর গাংনী সাহারবাটী মাঠে ঐতিহ্যবাহী পাওয়ার টিলার ট্রলি রেস প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ জানুয়ারী) নতুন বছর নতুন আয়োজনে সাহারবাটী গ্রাম বাসীর উদ্যোগে ট্রলি রেস প্রতিযোগিতার আয়োজন করেন
আজ সকাল ১০ টার দিকে খেলাটি শুরু হয়ে একটানা ৬৪ দলের খেলাটি সমাপ্তির কথা জানায় খেলার পরিচালক মোঃমাহিরুল ইসলাম।
খেলা উপলক্ষে প্রধান অতিথি মোঃ মশিউর রহমান (চেয়ারম্যান) সাহারবাটী ইউ,পি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড সাহারবাটী ইউনিয়নের সকল সদস্য বৃন্দ।
খেলায় সভাপতিত্ব করনে মোঃ আবু তালেব
খেলাটি পরিচালনা করেন মোঃ মাহিরুল ইসলাম।
এই খেলায় বিজয়ীদের জন্য থাকছে ৩ টি আকর্ষণীয় পুরস্কার। ১ম পুরুষ্কার একটি গরু ২য় পুরস্কার ছাগল ৩য় পুরস্কার একটি হাস
খেলার এন্ট্রি ফিস ১৫০০ টাকা কমিটি নির্ধারিত।
খেলাটি দেখতে দুর্দুরান্ত থেকে ছুটে এসেছে অনেক দর্শক।
