গাংনী কাজিপুর সিমান্তে ৪ লক্ষ টাকার আতজবাতি উদ্ধার।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনী কাজিপুর সিমান্তে ৪ লক্ষ টাকার আতজবাতি উদ্ধার।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১৫ হাজার ৯৬০ পিচ আতশবাতি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

শুক্রবার দুপুরে কাজীপুর সীমান্ত এলাকা থেকে আতশবাতি গুলো উদ্ধার করা হয়। বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে আতজবাতি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিনায়ক আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মজিবুল হকসহ বিজিবি জোয়ানরা কাজীপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ১৫ হাজার ৯৬০ পিচ আতশবাতি উদ্ধার করা হয় । উদ্ধারকৃত আতশবাতিগুলোর আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯০ হাজার টাকা বলেও জানিয়েছেন বিজিবি’র এ কর্মকর্তা।

Share This Article