voice of meherpur:
মেহেরপুর গাংনী উপজেলার
দূর্লভপুর দক্ষিণ ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী হুছাইন আহমেদ একাই ৬ টি পুরুষ্কার পেয়ে স্কুলের সুনাম অর্জন করেছে
পুরুষ্কার বিজয়ী হুসাইন আহমেদ দুর্লভপুর গ্রামের মোঃ মুকুল হোসেনের ছোট ছেলে।
, জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় ইংরেজি কুইজ প্রতিযোগিতায় ১ম,স্থানে হুসেইন আহমেদ গণিতে ২য়,বাংলায় ২য়, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে। এছাড়া কবিতা আবৃত্তি তে ১ম,উপস্থিত বক্তৃতায় ১ম স্থান অধিকার করেছে। শিশুটির জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।