গাংনী জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিনিধি দল ও গাংনী ইউ,এন,ও মহোদয় এর সাথে সৌজন্যে সাক্ষাত-
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ২০২২ ইং মেহেরপুর গাংনী উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখা সকল তথ্যদি পেশ করা হয় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মৌসুমি খানম এর হাতে।
আজ দুপুর ১২ঃ৩০ মিনিটে গাংনী জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা মন্ডলীসহ সকল সাংবাদিক ঢাকা কেন্দ্রীয় জাতীয় সাংবাদিক সংস্থা হতে অনুমোদন কৃত সকল পরিচয়পত্র তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম বরাবর। সেই সময় ইউএনও মহোদয়া কমিটির সকল কে ধন্যবাদ জানিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনীর দ্বীর্ঘায়ু কামনা করেন এবং সকল সাংবাদিক কে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য বলেন।
সেখানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা গাংনীর উপদেষ্টা কমিটির জনাব জাহাঙ্গীর আলম বাদশা ( আওয়ামী লীগ নেতা গাংনী) , মোঃ সাইফুল ইসলাম সেলিম( বাংলাদেশ জাতীয় পার্টি গাংনী উপজেলা) উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির পথিক বাবু
সেখানে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন (সভাপতি) মোঃমনিরুল ইসলাম ( সহসভাপতি) মো; রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক) আবুল কালাম আজাদ( অর্থ সম্পাদক) সুজন মাহমুদ (সাংগঠনিক সম্পাদক) মরজেম হোসেন ( প্রচার সম্পাদক) ও আরো অনেকে সংক্ষিপ্ত সাক্ষাতে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনীর প্রতিনিধি বৃন্দ ইউ,এন,ও মহোদয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।