গাংনী তেঁতুলবাড়ীয়া থেকে হেরোইন সহ আশরাফুল আটক

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুরঃ

মেহেরপুর গাংনীতেপাঁচগ্রাম হেরোইনসহ আশরাফুল আলম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ই জানুয়ারি) বিকেল ৫টার দিকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের একটি টীম তাকে তেতুঁলবাড়িয়া হাজিপাড়া মসজিদের সামনে থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশরাফুল আলম গাংনী খাসমহল গ্রামের নফল মালিথার ছেলে।


গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, হেরোইন কারবারি আশরাফুল আলম হেরোইন নিয়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে পরিচালনা করেন এসময় তার দেহ তল্লাশী করে হেরোইন পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ বুধবার মেহেরপুর আদালতে প্রেরণ করা হবে।

Share This Article