গাংনী তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারীয়া মাদ্রাসায় বিদ্যুৎ বিহীন ক্লাস করছে ৬০ জন ছাএ।
নিজস্ব প্রতিবেদক।
মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারীয়া মাদ্রাসায় বিদ্যুৎ ছাড়াই ক্লাস করছেন কমল মতি মাদ্রাসার ছাএরা।
সোমবার (২২ আগষ্ট) ২০২২ ইং একটি বৈদ্যুতিক মিটারের অভাবে তেরাইল পশ্চিম পাড়া গোরস্থান সংলগ্ন দারুচ্ছুন্নাত মোখতারীয়া মাদ্রাসায় প্রচন্ড গরম উপেক্ষা করে একটি রুমের ভিতর গাদাগাদি করে ক্লাস নিচ্ছেন হাফেজ ফিরোজ আহমেদ। বর্তমানে মাদ্রাসার ছাএ ৬০ জন ৩ জন শিক্ষক। শিক্ষক হাফেজ ফিরোজ আহমেদ হাফেজ আঃ গাফফার হাফেজ মোঃ মাসুদুর রহমান।
উল্লেখ্য,২০২১ সনে স্থাপিত হয় তেরাইল দারুচ্ছুন্নাত মোখতারীয়া মাদ্রাসাটি এই মাদ্রাসার দুটি রুম একটি অফিস আরেকটি ক্লাস রুম।বর্তমানে ছাএ বেড়ে যাওয়ার কারনে ছোট্র রুমের ভিতর ক্লাস নিতে হিমসিম খেতে হয় শিক্ষকদের। নেই বিদ্যুৎ ব্যাবস্থা
মাদ্রাসার সভাপতি সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বিস্বাস বলেন বিদ্যুৎ ব্যাবস্থা চালু করার জন্য মেহেরপুর পল্লিবিদ্যুত অফিস কে জানোনো হয়েছে এবং দুটি বৈদ্যুতিক পোল নেওয়ার জন্য আবেদন করা হয়েছে দুটি পোল সহ বামুন্দী জোনাল অফিস খরচ দেখিয়েছেন ৯৬৮৫০ টাকা বর্তমানে এত টাকা আমাদের ফান্ডে নেই।
শিক্ষক হাফেজ ফিরোজ আহমেদ বলেন এমন কষ্ট করে বাচ্চাদের কোথাও ক্লাস নেওয়া হয় না ছাএ বেশি হওয়ায় ছোট রুমের ভিতর বিদ্যুৎ ছাড়াই বাচ্চাদের এই কষ্ট সয্য হচ্ছে না জানি না এর সুরাহা কবে হবে। তিনি আরো বলেন ধর্মীয় প্রতিষ্ঠানে একটা মিটার বসাবো এর জন্য দুটি পোল নিতে ৯৬৮৫০ টাকা চেয়েছে এটা আমার কাছে নজিরবিহীন।