মেহেরপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা আদায়
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর মেসার্স হানিফ হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি ও দই এর ওজন কম দেয়ার অপরাধে ৫০ হাজার টাকা ও অন্যান্য দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় বামন্দীর মেসার্স হানিফ হোটেল কে ৫০ হাজার টাকা এবং একই ধারায় অন্য প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে গাংনী র্যাব-১২ এএসপি আবুল কালাম আজাদ, মেহেরপুর জেলা স্যানেটারী ইন্সপেক্টর তাজিমুল হক সেখানে উপস্থিত ছিলেন।