voice of meherpur:
বামন্দী প্রতিনিধি:
মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে আটটার দিকে বামন্দী বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
আব্দুল আওয়াল বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় গাংনী থানা পুলিশ।
গাংনী থানা সুত্রে জানা গেছে, গাংনী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নাশকতা বিরোধী এক অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গত ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় বামন্দীর একটি মাদ্রাসায় নাশকতার গোপন বৈঠক থেকে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় কিছু লোক। ঘটনাস্থল থেকে ৫টি অবিষ্ফোরিত ককটেল, রামদা ও লাঠিসোটা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়েছে এবং মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।