ভয়েস অফ মেহেরপুরঃ
মেহেরপুর গাংনী মালসাদাহ নামক স্থানে করমদী মাঃবিঃ সমাজ বিজ্ঞানের শিক্ষিকা সামিমা ইসলাম(কনা) নিহত হয়েছেন।
সমবার(২২ জানুয়ারী) করমদী তার নিজ বাড়ী থেকে সামিমা ইসলাম মেয়ে কে নিয়ে তার স্বামী ফিরোজ আহমেদ এর মটর বাইকে চড়ে গাংনী শিক্ষকদের ট্রেনিং সেন্টারে আসছিলো। কুষ্টিয়া মেহেরপুর সড়কে মালসাদাহ নামক স্থানে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে সামিমা ইসলাম মটর বাইক থেকে ছিটকে পড়ে সামিমা ইসলামের মাথা ট্রাকের নিচে পড়ে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। ড্রাম ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।
এই ঘটনায় ফিরোজ ও তার মেয়ে মারাত্মক আহত হয়ে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনায় গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে লাশ নিয়ে আশা হয়েছে লিখিতভাবে অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
