গাংনী সহড়াতলা থেকে সাইকেল চুরি

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুরঃ

মেহেরপুর গাংনী উপজেলার সীমান্ত বর্তী গ্রাম সহড়াতলা গরীরপুর মাঠ থেকে একটি বাইসাইকেল চুরির ঘটোনা ঘটেছে।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে সহড়াতলার আব্দুল খালেক খান গরীবপুর তার নিজের কলাবাগান দেখতে যায়, এমন সময় ওত পেতে থাকা চোর রাস্তায় থাকা সাইকেল টি চুরি করে নিয়ে পালিয়ে যায়। খালেক খান কাজ শেষে রাস্তায় এসে দেখতে পাই তার সাইকেল নাই। অনেক খুঁজাখুজির পর সাইকেলের কোন সন্ধান পাওয়া যায় নাই।

Share This Article