গুড়িয়ে পুড়িয়ে দিয়েছে রামদেবপুর ফুটবল খেলার স্পনসর হাসিনা হাসপাতালের গেট।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুর

মঙ্গলবার(১৫ নভেম্বর ২০২২)ইং মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন রামদেবপুর ফুটবল টুর্নামেন্টর স্পনসর গাংনী হাসিনা প্রাইভেট হাসপাতালের গেট গুড়িয়ে দিয়েছে কে বা কাহারা।

রামদেবপুর ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং চলমান ফুটবল খেলার বিভিন্ন কোম্পানি স্পনসর হিসেবে আছেন এর মধ্যে গাংনী হাসিনা প্রাইভেট হাসপাতাল প্রচার প্রচারণার মাধ্যম হিসাবে দুটি গেট করেছিলেন তেঁতুলবাড়ীয়া বাজারের মধ্যে এবং মেসার্স সেলিম গ্রাস হাউজের সব চেয়ে বড় গেটটি গুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা।
গত ১১ নভেম্বর দিন গত গভীর রাতে এই ঘটনা ঘটে।

খেলা কমিটির সভাপতি ,আব্দুল ছাত্তার জানাম আমাদের চলমান খেলা বিঘ্ন ঘটাতে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে।

Share This Article