টান টান উত্তেজনায় শেষ হলো রামদেবপুর ফুটবল টুর্নামেন্ট।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুরঃ

মেহেরপুর গাংনী উপজেলার রামদেবপুর ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং ফাইনাল খেলাটি শেষ করলো রামদেবপুর ফুটবল টুর্নামেন্টর কমিটি

মুঙ্গলবার(১৪ ই জানুয়ারি)  রামদেবপুর ফুটবল টুর্নামেন্টর ফাইনালে দুটি দল গরুড়া অপরদিকে হিজুলবাড়ী ফ্রেন্ড সার্কেল ক্লাব মধ্যকার খেলাটি বিকেল ৪ টার দিকে শুরু হয়। এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ করা গিয়েছে।
টান টান উত্তেজনার মধ্যে কোন দলই শুরুতে গোলের দেখা পাই নাই। অবশেষে প্যালান্টি শটে ৩/৪ গোলে এগিয়ে বিজয়ের দেখা পেলো হিজুলবাড়ীয়া ফ্রেন্ড সার্কেল ক্লাব গাংনী। খেলাটি পরিচালনা করেন রেফারি ফরহাদ হোসেন লিঠন।
উক্ত খেলার সভাপতি দায়িত্বে ছিলেন আব্দুল সাওার
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হুদা বিশ্বাস (চেয়ারম্যান)
বিশেষ অতিথি মোঃ আব্দুল্লাহ আল মামুন (সাধারণ সম্পাদক) ২ নং তেতুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ
হাজী মোহাম্মদ মতিয়ার রহমান।
মোঃ মোজাম্মেল হক ইউ,পি সদস্য
আরো উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Share This Article