ফাঁকা মাঠে গোল ২য় রাউন্ডে ১ম গরুড়া-আজকের খেলা স্থগিত।
মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন রামদেবপুর ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং আজকের খেলা স্থগিত করেন খেলা কমিটি
মঙ্গলবার( ১৫ নভেম্বর) রামদেবপুর ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা গরুড়া বনাম চিৎলা দুটি দলের অংশগ্রহনের কথা থাকলে চিৎলা দল না আসায় গরুড়া কে ২য় রাউন্ডের ১ম বিজয়ী ঘোষণা করেন খেলা কমিটি।