ভয়েস অফ মেহেরপুর
আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন স্হানের আকাশে যে উজ্জ্বল আলোকরশ্মি দেখা গেছে তা কোন বিমান বা উল্কাপিন্ডের নয়। আজ আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের নিউক্লিয়ার ক্যাপেবল অগ্নি ৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে।
বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্হানে এই আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্রটির টির বুস্টার রি এন্ট্রি দেখা গিয়েছে। কারণ এটি উৎক্ষেপন করা হয়েছে ভারতের আবুল কালাম দ্বীপ থেকে। এই নিউক ক্যাপেবল মিসাইলটির রেন্জ ৫,৪০০ কিঃমি।