Voice of meherpur
মেহেরপুরের মুজিবনগরে ১ শ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ ইনসান (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ নভেম্বর) ভোরে তাকে আটক করে। আটককৃত মোহাম্মদ ইনসান মুজিবনগর থানার জয়পুর গ্রামের আব্দুলের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মুজিবনগরে জয়পুর মাঠ দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ ইনসানকে আটক করে। আটককৃত মোহাম্মদ ইনসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা পূর্বক, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।