মেহেরপুরের গাংনী ভবানীপুরে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক-০১
মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী থানা পুলিশের আওতাধীন ভবানীপুর পুলিশ ক্যাম্পের এক মাদক বিরোধী অভিযানে ১৭ই জুলাই রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ৮০ বোতল ফেন্সিডিল সহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামের মোকছেদ আলীর পুত্র সাগর ওরফে আরজু (৩২) মাদক কারবারি আটক হয়েছে।
ভবানীপুর পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান, এ এস আই শরিফ আবুল কালাম সহ সঙ্গীয় ফোর্স ভবানীপুর পুলিশ ক্যাম্পের সামনে থেকে গ্রেফতারকৃত মাদক কারবারিকে আশি (৮০) বোতল ফেন্সিডিল সহ আটক করে এবং মাদক পাচারে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়।
আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা পুলিশের অর্ন্তগত ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জহির রায়হান
জানান, ‘মাদকদ্রব্য ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সামনে অবস্থান নিয়ে আরজু নামক মাদক কারবারিকে আটক করা হয় এবং গাংনী থানায় হস্তান্তর শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে।’