Voice of meherpur : সাংবাদিকতার মাধ্যমে মা ও মাটিকে তুলে ধরা ও সাংস্কৃতিক এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক সাহাজুল সাজুকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুক্ত মঞ্চে হাড়িয়াদহ সিডর ক্লাবের উদ্যােগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে হাড়িয়াদহ সিডর ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাহাজুল সাজুকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিক সাহাজুল সাজু তার প্রতিক্রিয়ায় জানান,আমি এর আগেও শিশু অধিকারের উপর প্রতিবেদন লিখে সম্মাননা পেয়েছি। কিন্তু এবাবের সম্মাননা মা ও মাটি এবং সাংস্কৃতিক- সমাজ সেবায় কাজ করার জন্য সম্মাননা পেয়েছি। এর জন্য আমি খুব গর্ববােধ করছি। কারণ, মাটির সাথে আমার নিবীড় সম্পর্ক রয়েছে। কারণ আমি একজন কৃষকের সন্তান। এ সম্মাননায় কৃষি ক্ষেত্রে কাজ করার আগ্রহ বাড়বে।
উল্লেখ্য,সাংবাদিক সাহাজুল সাজু দেশের প্রথম সারির পত্রিকা “দৈনিক মানবজমিন, মেহেরপুর জেলার শীর্ষ অনলাইন নিউজ পাের্টাল “মেহেরপুর নিউজ” ও সংবাদ সংস্থা পিবিএ -এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।