voice of meherpur:
জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী অফিসঃ সুইডেনে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল কোরআন পোড়ানোর প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে শহরের বাসস্ট্যান্ড চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম পরিষদ সমিতির গাংনী উপজেলা শাখা এই বিক্ষোভ সমাবেশ করে।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গাংনী উপজেলা শাখার সভাপতি হাজী মোহাঃ আলফাজ উদ্দীন।
মাওলানা ওয়াজ কুরুনী জামিল এর সঞ্চালনায়-সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বাজার জামে মসজিদের ইমাম মোহাঃরুহুল আমিন, উপজেলা জামে মসজিদের ইমাম ইলিয়াস হোসেন, গাংনী বাজার কমিটির সভাপতি শাওন আহমেদ, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সুইডেন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ঐ ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশে দেশের ‘পাঠ্যপুস্তকের বিতর্কের’ প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঈমান ও আকিদার কথা বিবেচনায় রেখে স্কুল-কলেজে সুন্দর একটি পাঠ্যক্রম তৈরি করতে হবে। এ সময় ইতিহাস বিকৃতি, ইসলামকে অবজ্ঞা করে পাঠ্যপুস্তক রচয়িতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ও দাবি জানান তারা।
