সৌদি থেকে দেশে ফিরেছেন সোহেলের লাশ

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

voice of meherpur:

মেহেরপুর গাংনী উপজেলার সীমান্ত বর্তী গ্রাম সহড়াতলার মোঃ সোহেল রানার দাফন কাজ সম্পুর্ন করেছে তার স্বজনরা।

বিগত দুই বছর আগে স্বপ্ন নিয়ে পরিবারের মুখে হাসি ফুটাবে বলে সহড়াতলা ইয়াছিনের ছেলে সোহেল সৌদি আরব কাজের উদ্দেশ্যে রওয়ানা হয়। সোদি আরব সেখানে একটি কোম্পানিতে দুই বছর সুনামের সাথে কাজ করে আসছিলো। গত ২০ আগে সৌদি আরব থেকে খবর আসে সোহেল স্টোক করে মারা গেছেন। খবর শুনে তার পরিবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন। খুব অল্প সময়ের মধ্যেই সোহেলের লাশ দেশে আশায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস ও সৌদি দূতাবাস কে। যানা সোহেল দুই সন্তানের বাবা। লাশ বিকেলে বাড়ীতে পৌঁছাতে কান্নার রুল পড়ে সোহেলের বাড়ী। ছেলে হারানোর বেদনা সইতে পারছেন না তার বাবা মা।

Share This Article