ভয়েস অব মেহেরপুর
মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্টে আগামীকাল ফাইনালে মুখোমুখি ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ
শনিবার(১ জুলাই)২০২৩ ইং আগামীকাল বহুপ্রতীক্ষিত মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মেহেরপুর সরকারি কলেজ মাঠে। ইতিমধ্যেই এক পা দুপা করে এগিয়ে ফাইনালের দেখা পেয়েছে দুটি দল। ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ এবং মনাখালী ফুটবল একাদশ। ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ ( fcb) যার পৃষ্ঠপোষকতায় আছেন গাংনী ডক্টর’স পয়েন্ট কনসালটেশন সেন্টার। আগামীকাল শনিবার বিকেল ৫ টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। শক্তি ধর এই দুটি দল ফাইনালে কে বিজয়ী হবেন তাই জনমনে চলছে জল্পনা কল্পনা। খেলাটি দেখার জন্য সকল দর্শক কে আমন্ত্রণ জানি