আগামীকাল মেহেরপুর সেমিফাইনালে মাঠে নামবে এফ,সি,বি

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনী প্রতিনিধি:মেহেরপুর ফুটবল⚽ টুর্নামেন্ট ২০২৩ ইং আগামীকাল সেমিফাইনালে মাঠে নামবে একদিকে বাগুয়ান অপরদিকে শক্তিধর টীম এফ,সি,বি ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ।

মেহেরপুর ২ জুন থেকে শুরু হওয়া মেহেরপুর প্রতিদিন ফুটবল টুর্নামেন্ট-২০২৩ ইং আগামীকাল সেমিফাইনালে খেলবে বাগুয়ান অপরদিকে এফ,সি,বি দল (ফাস্ট ক্যাপিটাল বাংলাদেশ) এই এফ,সি,বি দলের স্পনসর হিসাবে রয়েছে গাংনী ডক্টর’স পয়েন্ট কনসালটেশন সেন্টার। এবং পরিবর্তনের মেহেরপুর জার্সি পরিহিত এই দলটি এফ,সি,ব

গাংনী ডক্টর’স পয়েন্টের মশিউর রহমান(ম্যানেজার) বলেন, আমাদের এফ,সি,বি দল যথেষ্ট ভালো খেলা দেখাবে দর্শকদের, তবে হার জিত থাকবেই এর মধ্যেই আমাদের দল বিজয় নিশ্চিত করবে ইনসায়াল্লাহ।

আগামীকাল সেমিফাইনালে দুটি দল’ই ভালো খেলবে জমজমাট এই খেলা দেখতে প্রচুর দর্শক হবে এই আশাবাদ খেলা কমিটির। খেলাটি শুরু হবে বেলা ৩ টে থাকবে প্রশাসনিক নিরাপত্তা।

Share This Article