আলমডাঙ্গায় জোড়া খুন।রহস্য উদ্ঘাটনে পুলিশ ও সিআইডি

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

আলমডাঙ্গায় আবারও দুই হত্যা—–

আলমডাঙ্গার পুরাতন বাজার গিরিবাবুর বাড়ির সামনে ধান চাল ব্যবসায়ী নজির উদ্দিনের বাড়ি। তিনি অধুনালুপ্ত শিলা সিনেমা হলের মালিক ছিলেন। নজির উদ্দিন তার স্ত্রী ফরিদা বেগমকে নিয়ে বসবাস করেন।

শুক্রবার দিনগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা নজির উদ্দিনের বাড়িতে ঢুকে হাত ও মুখ বেঁধে কুপিয়ে স্বামী-স্ত্রীকে খুন করে রেখে যায়।

নজির উদ্দিনের লাশ পাওয়া যায় বাথরুমে আর ফরিদা বেগমের রক্তাক্ত লাশ পাওয়া যায় বেডরুমে। ঘরটিতে রক্তের স্রোত বইছে।

নজির উদ্দিনের একমাত্র মেয়ে শিলার স্বামী হাজিমোড়ের বাসিন্দা ওহিদুজ্জামান জানান, তিনি সকাল থেকে রিং করে করে না পেয়ে সকাল ১০টার দিকে এসে দেখতে পান হত্যাকান্ডের ঘটনা।

পুলিশ ঘটনাস্থলে এসেছে। সিআইডিও এসেছে।

হত্যা রহস্য এখনও জানা যায়নি। তবে ওহিদুজ্জামান জানান, তার শ্বশুরের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।

Share This Article