ভয়েস অফ মেহেরপুর :
সন্ত্রাস দমন আইনে গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও সাবেক পৌর মেয়র আহম্মেদ আলীসহ ৩৪ জনকে আসামী করে মেহেরপুর আদালতে মামলা করা হয়েছে।
সোমবার বিকেলে মামলাটি করেন বৈষম্য বিরোধি আন্দোলনের সদস্য গাংনীর চৌগাছা গ্রামের জুলফিকার আলীর ছেলে রেজানুল হক ইমন।
মেহেরপুর মোকাম বিজ্ঞ সন্ত্রাস বিরোধ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইমাম মামলাটি গ্রহনের জন্য গাংনী থানাকে আদেশ প্রদান করেন বলে জানিয়েছেন মামলার বাদির আইনজীবী সেলিম রেজা। এদিকে মামলাটি এজাহার হিসেবে গন্য করা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা পুলিশ।
মামলার বাদি এজাহারে উল্লেখ করেন যে, গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় শহীদ ছাত্র-ছাত্রিদের স্বরণে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করতে উদ্যত হন। এসময় সাবেক মেয়র আহম্মেদ আলীসহ ৩৪ জন নামীয় ও অজ্ঞাত আরো ১০০ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে হুমকী প্রদর্শন করে এলা পাথাড়ি মারধর করে ও এলাকায় তীব্র আতংক ও ত্রাস সৃষ্টি করে মিছিল সহকারে শহরের দিকে চলে যায়।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, আদালতের আদেশ প্রাপ্ত হয়ে মামলাটি রুজু করা হয়েছে। যার মামলা নং- ০২/২৪ তাং- ১৯-০৮-২৪ ইং। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান।