করোনায় মারা যাওয়া ব্যাক্তি দুই বছর পর বাড়ী ফিরলো

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ক.রো.না.ভা.ই.রা.সে আ.ক্রা.ন্ত হয়ে হাসপাতালে মা.রা যান এক ব্যক্তি। পরিবারের সদস্যরা তার শে.ষ.কৃ.ত্য.ও সম্পন্ন করেন। কিন্তু সেই ব্যক্তিই দুই বছর বছর তার বাড়িতে ফিরেছেন।

এমন ঘটনা ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায় ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার কারোদকালা গ্রামে স্থানীয় সময় সকাল ছয়টায় দুই বছর আগে করোনায় মা.রা যাওয়া কমলেশ পতিদর নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি তার ফুপুর দরজায় কড়া নাড়েন।

ক.রো.না.ভা.ই.রা.সে.র দ্বিতীয় ঢেউয়ের সময় অসুস্থ হয়ে পড়েন কমলেশ। পরে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ.ত্যু হয়।

 

Share This Article