কুষ্টিয়াতে লায়ন্স ক্লাব ঢাকা শিশু-কিশোর স্কুলের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়াতে লায়ন্স ক্লাব ঢাকা শিশু-কিশোর স্কুলের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর), দুপুর ২ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডী ইউনিয়নের উদয়নগরে এ স্কুলের উদ্বোধন করা হয়।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ১, বাংলাদেশের সহযোগিতায়
ও লায়ন্স ক্লাব ঢাকা’র উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা প্রেসিডেন্সী ক্লাবের অর্থ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু।
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম রেজা বেতু মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সী শিশু কিশোর স্কুলের শিক্ষিকা পিয়ারী খাতুন, এশিয়ান টিভির দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান সিপন, বাংলাদেশের আলো পত্রিকার দৌলতপুর প্রতিনিধি হেলাল উদ্দিন, দৈনিক সমাচারের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, দৈনিক শিকলের বিশেষ প্রতিনিধি মমতাজ খাতুন, আমাদের সংবাদের গাংনী প্রতিনিধি আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০৫ বছরের ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব শিশুদেরকে উন্নত শিক্ষায় শিক্ষিত করতে দেশের প্রতিটা জেলায় শিশু কিশোর স্কুল পরিচালনার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার দৌলতপুরের উদয়পুরেও এ স্কুলের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উদয়নগর গ্রামের বিভিন্ন পাড়া থেকে প্রায় ২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় অভিভাবকগণও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
প্রধান অতিথি লায়ন হিলু বলেন, শিশুদের শিক্ষা বিকাশের সুযোগ করে দিতে ৪-৬ বছরের শিশুদের শিক্ষার লক্ষ্যে শিশু কিশোর স্কুলের ব্যবস্থা করা হয়েছে। শিশুরা এখানে শিক্ষা শেষে অন্য স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।