গাংনী প্রতিনিধি :মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-৭
আজ রবিবার ভোর ৫ টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি শ্যামলী পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাংনী উপজেলার কামারপাড়া নামক স্থানে খাদের মধ্যে পড়ে ঢাকা মেট্রো ব-১৫-২৬৫৪ রেজিস্ট্রেশন নম্বরের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদের মধ্যে পড়ে যায়। এ সময় গাড়ির ড্রাইভার ও নারী শিশুসহ মোট ৭জন আহত হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এদিকে বামুন্দি ফায়ার সার্ভিস স্টেশন সদস্যরা ঘটনাস্তার পরিদর্শন করেছেন।