ভয়েস অব মেহেরপুর
স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন সহড়াতলা গ্রামের রাজু আহমেদ সৌদি আরব মৃত্যু বরন করেছেন
রবিবার(১৬ এপ্রিল) ২০২৩ ইং মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্ত বর্তী গ্রাম সহড়াতলার মোঃ সাদুর বড় ছেলে রাজু আহমেদ (২৬) গত কাল শনিবার সৌদি আরবে মৃত্যু বরন করেন এই তথ্য নিশ্চিত করেছেন তার পরিবার
তার পরিবার সুএে যানা যায়, রাজু আহমেদ গত ৪ বছর আগে পরিবারের অভাব অনটনের মধ্যে রাজুর বাবা তার বড় ছেলে সৌদি আরব পাঠান। সেখানে রাজু এক কোম্পানিতে কাজ পায় বিগত ৩ বছর রাজু সুনামের সাথে কোম্পানিতে কাজ করে একবার ছুটিতে এসে পুনরায় আবার সৌদি ফিরত যায়। তার পরিবার জানান, তিনি কোম্পানিতে ভালই ছিলো। গত শনিবার হঠাৎ সোদি থেকে ফোন আসলো রাজু বিল্ডিং এর কাজ করছিলো বিল্ডিং থেকে নিচে পড়ে রাজু মৃত্যু বরন করেন এই খবর শুনে তার পরিবারে চলছে শোকের মাতম। একমাএ ছেলে কে হারিয়ে বাবা মা দিশেহারা।
মো: সাদু দুই সন্তানের বাবা বড় ছেলে রাজু সৌদি প্রবাসী ছিলেন। তার পরিবার জানান, আমার বুকের ধন আমার বুকে এনে দাও এক পলক দেখাবো। সরকারের কাছে অনুরোধ রাজু যেন দ্রত দেশে আসতে পারে সেই প্রত্যাশা সরকারের উপর