গাংনীতে কৃষকের বুকফাটা কান্না বৃষ্টি নাই মাটি ফেটে চৌচির
ভয়েস অব মেহেরপুর
সমবার(১৮ ই সেপ্টেম্বর) ২০২৩ ইং মেহেরপুর গাংনী উপজেলায় একাধিক এলাকায় বৃষ্টির অভাবে কৃষকের ধানের জমিতে পানির অভাবে মাটি ফেটে চৌচির। বিপাকে কৃষকরা
রামদেবপুর গ্রামের বাদশা ২ বিঘা জমিতে ধান লাগিয়ে বৃষ্টির পানির আশায় দিন গুনছেন কিন্তু বৃষ্টি তো হয় না
এদিকে গত ৩ দিন ধরে মেহেরপুর চলছে গরম এই গরমে অতিষ্ঠ মানুষ। তাছাড়া যে সব কৃষকের জমিতে সেচ দেওয়ার ব্যাবস্থা নাই সেই সব জমির ধাম পোকামাকড়ে খেয়ে বিনষ্ট করছে এতে কৃষকের মাথায় চিন্তার ভাজ। কল্যানপুর গ্রামের জমির উদ্দিন ৩ বিঘা জমিতে ধান লাগিয়ে সেচের মাধ্যমে বৃষ্টির ব্যাবস্থা করে রেখেছেন কিন্তু জমির বলেন এই ভাবে সেচ দিয়ে ধান তৈরি করলে ধানের দাম মন প্রতি দুই হাজার টাকা খরচ হবে।
সহড়াতলার ময়নাল বলেন বৃষ্টি না হলে সেচ দিয়ে ধান তৈরি করবো না। সব কৃষক বৃষ্টির আশায় বসে আছে।