গাংনীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনী ( মেহেরপুর) প্রতিনিধিঃ গাংনীতে ৫কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

আজ শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করেন।
আটককৃতরা হলো, গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের আজিবর রহমানের ছেলে শামিম হোসেন ওরফে রাজু (২৮) ও একই গ্রামের রতন আলীর ছেলে মোমিনুল ইসলাম(২১)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করে বলেন,নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদেব ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ রাজু ও মোমিনুল ইসলাম আটক করে।

আটককৃত রাজু ও মমিনুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Share This Article