গাংনীতে গাদন খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। 

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনীতে গাদন খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।

 

ভয়েস অফ মেহেরপুর

 

স্টাফ রিপোর্টার: মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন সহড়াতলা যুবসমাজের উদ্যোগে আয়োজিত গাদন খেলার ফাইনাল ম্যাচ গতকাল শেষ হয়েছে।

 

শুক্রবার বিকেলে সহড়াতলা মাদ্রাসা পাড়ার একটি বাগানে এই ফাইনাল খেলায়  অংশ নেন দুটি দল একদিকে সহড়াতলা অপরদিকে গরিবপুর। এই খেলায় অংশ নিয়েছিলো ৮ টি দল সকল দলকে পিছনে ফেলে টিকেয়ে ছিলেন সহড়াতলা ও গরিবপুর

মো:একরামু হক এর সভাপতিতে উক্ত খেলার ফাইনাল ম্যাচটি গত কাল শুক্রবার শুরু হয়। খেলায় উপস্থিত ছিলেন সহড়াতলা গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা নকিমুদ্দীন বিস্বাস(আওয়ামী লীগ) আরো উপস্থিত ছিলেন আকরাম,বাচ্চু,হাবিবুর রহমান

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া “গাদন খেলা  কমিটি আয়োজক দের আয়োজনে বেজায় খুশি এলাকাবাসী । তবে কিছু কিছু লোকের মুখে শুনা গেছে এটি একটি পাতানো খেলা। খেলায় ১ম স্থানে রয়েছে  সহড়াতলা লাঠিয়াল দল বিজয়ী ও গরীবপুর রানার্সআপ হয়ে ২য় স্থানে সহড়াতলা লাঠিয়াল বাহিনীর নেতৃত্ব দেন প্রবীন খেলোয়াল ভাদু মন্ডল। ভাদু মন্ডলই গ্রামের বর্তমান বয়স্ক ব্যাক্তি।কৈশোরে সে লাঠি খেলা,গাদন খেলা,হাডুডু খেলায় পারদর্শী ছিল। খেলায় রেফারি ছিলেন গাদন খেলায় অভিজ্ঞ মো:পল্টু খেলা শেষে বিজয়ী দের পুরস্কার তুলে দেন উক্ত খেলার সভাপতি মো:একরামুল হক।

Share This Article