ভয়েস অফ মেহেরপুর
স্টাফ রিপোর্টার:মেহেরপুর শত ভাগ বিদ্যুতায়িত জেলা ঘোষণা করেন অনেক আগেই তবে ঘরে ঘরে মিটার আছে বিদ্যুত নাই। বিগত কয়েক দিন হলো ঘন্টায় ঘন্টায় লোডশেডিং কারনে অতিষ্ঠ নগর বাসী। এমন কি শহরের পৌর এলাকা গুলোতেও লোডশেডিং চলছে এর মধ্যে মেহেরপুর পল্লীবিদ্যুত সমিতি গ্রাহক পর্যায়ে জানিয়ে দিয়েছে বিদ্যুৎ সংকটের কথা। তাই নিরবে গরমের জালা সইতে হইছে গ্রাহকদের। গ্রাহকেরা বলেছে পবিএ রমজানে মাসে বিদ্যুৎ ঘাটতি এটা কাম্য নয়। রাত দিন বিদ্যুৎ এর ভিলকিবাজি সয্য করতে না পেরে তাল পাখার দিকে ঝুকছে জনগন এক দিকে তাবদাহ অন্য দিকে বিদ্যুতের লোড সিডিং দুয়ে মিলে জিবন এখন চরমে।