গাংনীতে চাঁদাবাজি ঠেকাতে মাঠে বিএনপি।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনীতে চাঁদাবাজি ঠেকাতে মাঠে বিএনপি।

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি ঠেকাতে মাঠে নেমেছে গাংনী উপজেলা বিএনপি।
সোমবার (১২ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাংনী শহরের বিভিন্ন অলিতে গলিতে ব্যবসায়ীদের চাঁদাবাজদেরকে কোন চাঁদা না দিতে বলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ উপস্থিত নেতাকর্মীরা।

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামন বাবলু বলেন, ১৫-ই আগষ্টকে কেন্দ্র করে দেশে ব্যাপক ভাবে চাঁদাবাজি হয়ে থাকে। গাংনী বাজারে যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাহলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জানানোর জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের কোথায়ও যেন চাঁদাবাজি না হয় সেদিকে লক্ষ্য রাখতে তারই অংশ হিসাবে আজকের এই কর্মসূচি বলে জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেরী আলভী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, গাংনী পৌর যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাবেক ছাত্রদল নেতা শাহিবুল ইসলামসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকমীরা।

Share This Article